কক্সবাজারের টেকনাফে সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের নামে এক গণমাধ্যম কর্মীর উদ্যোগে সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করণসহ ১৮০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২ নম্বর ওয়ার্ডে ওই গণমাধ্যম কর্মীর নিজ বাসভবনে কম্বল গুলো বিতরণ করেন।
গণমাধ্যমকর্মী সাইফুদ্দীন মোহাম্মদ মামুন বলেন, শুক্রবার বিকালে আমাদের এলাকার হতদরিদ্র শীতার্ত ১৮০ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
সে সঙ্গে তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন সম্যসা চিহ্নিত করণ করা সহ সমাজে বাল্যবিবাহ মুক্ত রাখা,পড়াশোনার মান বৃদ্ধির জন্য সচেতন করতে সম্মিলিতভাবে কাজ করে যাওয়া, অন্ধকারাচ্ছন্ন জায়গা আলোকিত করা, সবখানে পরিস্কার পরিচ্ছন্ন রাখা, বাদ পড়ে যাওয়া রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও তিনি বলেন।