টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

টেকনাফের জাদিমুড়া শালবাগান ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের প্রধান ওসমান গনি আইয়াছকে গ্রেপ্তার করেছে এপিবিএন। গতকাল মঙ্গলবার ভোররাত একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি তারিক বলেন, মঙ্গলবার শালবাগান এপিবিএন ক্যাম্পের একটি দল আইয়াছকে ক্যাম্পের ব্লক-এ/৫ এর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। তিনি ক্যাম্প এলাকার আইয়াছ বাহিনীর প্রধান। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সাত-আটটি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে রাউজানের সেই নবজাতক উদ্ধার
পরবর্তী নিবন্ধনগরীর ছিন্নমূল সমিতির ৩শ সদস্যের মাঝে ত্রাণ বিতরণ