টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে তিন ভাই আহত

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

টেকনাফে পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি তিন ভাই গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার ভোর রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের (ন্যাচার পার্ক উত্তর) সি/৮ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন জাদিমুড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও মোহাম্মদ হাছন (১৬)।
কঙবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে জাদিমুড়ার রোহিঙ্গা মৃত বশরের ছেলে হাসেমুল্লা (৩০), নুরু (৩৫), আবু তাহের কালু, গোলাম নবীর ছেলে আব্দুর রহমান বেজি (৩২), সন্ত্রাসী আজিমুল্লাহ (২৮) ও শুকুরের (২০) নেতৃত্বে একদল রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিত হামলা করে হাবিবুর রহমানের বাড়িতে। তারা ওই পরিবারের লোকজনদের মারধর ও এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের তিন ছেলে গুলিবিদ্ধ হয়।
খবর পেয়ে এপিবিএন ও টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
তিনি বলেন, ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজীবনমান উন্নয়নে রোটারী সদস্যরা কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধদক্ষতার সাথে কাজ করার জন্য শেখার শেষ নেই