টেকনাফে বিপুল অস্ত্র ও গুলিসহ অপহরণ চক্রের সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র গুলি উদ্ধার করেছে র‌্যাব ও বিজিবি। এ ঘটনায় আটক করা হয়েছে অপহরণ চক্রের সদস্য চিহ্নিত এক ডাকাত। এর মধ্যে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী শফি ডাকাতের এক সহযোগীকে আটক করেছে র‌্যাব। অপর এক অভিযানে পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

গতকাল বুধবার দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান গত মঙ্গলবার সন্ধ্যায় ৩ ঘণ্টাব্যাপী অভিযানে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে আটকের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অভিযানে আটক মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তার সশস্ত্র সহযোগীদের নিয়ে পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে বলে জানা যায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব১৫ অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতেই শফি ও তার দলবল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফায়ার করতে করতে দ্রুত পালিয়ে যায়। র‌্যাবের টিম তাদেরকে ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেলকে লোডেড অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ১টি শটগান, ৩টি লোকাল গান, ১২টি তাজা এ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ ও ২টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। র‌্যাব অধিনায়ক জানান, ডাকাত শফির সাথে উপস্থিত থাকা সন্ত্রাসীদের ১১ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এরা হলেন মো. আলম, মো. খালেক, সৈয়দ নূর, রাসেল ওরফে আব্বুইয়া, কামাল হোসেন, আনোয়ার সাদেক, আব্দুর রহমান, রবিউল হাসান ওরফে রবিয়া, আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া, মোহাম্মদ আসিফ ও ইমাম হোসেন। তিনি বলেন, চক্রটি টেকনাফের গহীন পাহাড় ও সমতল এলাকায় ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

অপরদিকে টেকনাফের গহীন পাহাড়ের ডাকাত দলের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় হ্নীলার রঙ্গীখালী গহীন পাহাড়ের মধ্যে অভিযান চালানো হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের আস্তানা থেকে গহীন বনে পালিয়ে যায়। বিজিবি টহল দল তাদের আস্তানা ঘেরাও করে এবং তল্লাশি চালিয়ে ডাকাত দলের লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এগুলো হল ১টি বিদেশি রিভলবার, ২১ রাউন্ড গুলি, ১টি একনলা গাদা বন্দুক, ৩ রাউন্ড বন্দুকের ছড়া গুলি ও ৫টি খালি খোসা, ১টি এলজি গান, ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ১টি কিরিচ, ২টি রামদা। উদ্ধারকৃত মালিকবিহীন অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার