টেকনাফে বিদেশি জি-৩ রাইফেল ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৪:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি ম্যাগাজিন, ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গোলা জব্দ। মঙ্গলবার কোস্টগার্ড কতৃর্ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২০ মে মঙ্গলবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৪ জন ব্যক্তিকে কয়েকটি বস্তাসহ টেকনাফ স্থল বন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায়।

এসময়, আভিযানিক দলের উক্ত ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করে। যৌথবাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে ৭ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করলে তারা অস্ত্র ও গোলাবারুদের ২ টি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে যৌথবাহিনী উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি জি-৩ ম্যাগাজিন, ১ টি দেশীয় পিস্তল, ১ টি দেশীয় দু’নলা বন্দুক, ৩ টি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গোলা জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানা পুলিশের অভিযানে ৭ অপরাধী গ্রেপ্তার