টেকনাফে বজ্রপাতে দুই জনের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

টেকনাফে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া এলাকার সোনা আলীর ছেলে রাহমত উল্লাহ (৪০) ও বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ধলা (১৮)। গতকাল বুধবার সকাল ১১ টার সময় হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। এতে বজ্রপাতে ২ জনের মৃত্যু ছাড়াও হাজম পাড়ায় ৩টি ছাগল ও মরে গেছে।

তাছাড়া ঝড়োহাওয়ায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং গাছ উপড়ে যায় বলে নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন। তিনি বলেন, আমি এলাকার বাইরে আছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানাবো।

এদিকে হাজামপাড়ার বাসিন্দা শাহজাহান আলী জানান, পানের বরজে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান রাহমত উল্লাহ। সাবেক ইউপি সদস্য ও বাইন্না পাড়া নিবাসী হেলাল উদ্দিন জানান, সাগরে ছোট মাছ (পোনা) ধরে জীবিকা নির্বাহ করে যুবক হেলাল উদ্দিন ধলা। সেখানেই বজ্রপাতে সে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার রিজার্ভপাড়ার ‘ত্রাস’ কলিম উল্লাহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটেকনাফে ফিশিং ট্রলার ডুবি কিশোর নিখোঁজ