টেকনাফের লেদা এলাকায় অভিযান চালিয়ে ৮টি অস্ত্র ও ১৮ রাউন্ড গুলিসহ পুতিয়া ডাকাত গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হল টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব সিকদার পাড়ার মৃত ইদ্রিসের ছেলে মো. রমিজ (২৭) ও টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ই-ব্লকের মৃত জহিরের ছেলে মো. শফিক (৩০)। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, টেকনাফের হ্নীলা এবং মুচনী এলাকায় স্থানীয়দের কাছে পুতিয়া ডাকাত গ্রুপ এক আতঙ্কের নাম। দীর্ঘদিন যাবত তারা খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ সংঘটিত করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে লেদা বাজারের নিকটবর্তী সোলার প্যানেল বিদ্যুৎ কেন্দ্রের বিপরীত পাশে অভিযান চালিয়ে রমিজ ও শফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ ও সাথে থাকা বস্তা তল্লাশি করে ৬টি একনলা বন্দুক, ১টি থ্রি-কোয়ার্টার গান, ১টি ওয়ান শুটার গান, ১৮ রাউন্ড তাজা গুলি, ১টি ছোরা, ১টি লোহার শিকল, ডাকাতির কাজে ব্যবহৃত একই রঙয়ের ৫টি শার্ট ও ২টি নেমপ্লেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পুতিয়া ডাকাত গ্রুপের সদস্য। গত ১৯ ফেব্রুয়ারি এই চক্রের অন্যতম সহযোগী খায়রুল আমিন বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়। এরপর আতঙ্কগ্রস্ত বাহিনীর অন্য সদস্যরা অস্ত্রগুলো লুকিয়ে রাখার উদ্দেশে ওই স্থানে সমবেত হয়েছিল।
সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। তাছাড়া ডাকাত গ্রুপের মূলহোতা পুতিয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।