টেকনাফে পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। হতভাগ্য শিশুরা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা আব্দুল কাশেমের ছেলে নূর হাসিম (১০) ও একই ক্যাম্পের বাসিন্দা সালামের ছেলে মো. রাশেদ ()। গতকাল শুক্রবার বিকেল ৩টায় লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের হেড মাঝি গুরা মিয়া বলেন, টেকনাফের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পর আই ব্লকে বসবাসকারী দুই রোহিঙ্গা শিশু পার্শ্ববর্তী ক্যাম্পের পাশে পুকুরে গোসল করতে গেলে অসতর্কতার কারণে ডুবে যায়। পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গাদের সহায়তায় শিশু দুটিকে উদ্ধার করা হলে নূর হাসিম তাৎক্ষণিক মারা যায় এবং মোহাম্মদ রাশেদকে মুমূর্ষু অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান বলেন, ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় পুকুরে গোসল করতে গেলে দুইজন রোহিঙ্গা শিশু পানিতে ডুবে যায়। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিক্ষককে পদত্যাগে বাধ্য করানোর অভিযোগ, তদন্ত শুরু