টেকনাফে পালানোর সময় অপহরণ চক্রের ৫ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংশামলাপুর সড়কে অটোরিকশাচালক পাবেল চাকমা অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পাহাড়ি ডাকাতদলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলেন চকরিয়ার বাসিন্দা আব্বাস উদ্দিন, সাকিবুল ইসলাম, ফরহাদ মিয়া, মো. রবিউল হোসেন ও মো. তাওসিফ।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) দুর্জয় জানান, ৯ জুলাই রাতে পাহাড়ে থাকা ডাকাত ও অপহরণকারী দলের সদস্যরা সুযোগ বুঝে গাড়িযোগে পালানোর জন্য বাহারছড়ার লামার বাজার এলাকায় অবস্থান করে।

গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভের পুলিশ চেকপোস্ট সংলগ্ন সৈকত কাউন্টারের সামনে গাড়ি গতিরোধ পাঁচ ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশের দল। পরে তাদের দেখানো মতে পাহাড়ি এলাকা থেকে ১টি দেশীয় পাইপ গান, ৩টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধক্যানভাস স্যোশাল অর্গানাজেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধশহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি