কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় খেলার সময় চার শিশুকে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। ছয় শিশুকে অপহরণ করা হলেও দুই শিশু কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়। অন্য চারজন এখনো জিম্মি রয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
অপহৃত শিশুরা হল, মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫) ও আবু বক্কর ছিদ্দিক (১৩)। পালিয়ে আসা দুই শিশু হল ইসমাইল (১৭) ও মো. শাহীন (১৩)।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমদ জানিয়েছেন, সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় কয়েকজন শিশু মিলে খেলাধুলা করছিল। এ সময় পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারী একদল দুর্বৃত্ত শিশুদের জিম্মি করে গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে দুর্বৃত্তদের কবল থেকে দুইজন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও অন্যরা এখনো জিম্মি রয়েছে। ঘটনা পুলিশকে জানানো হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ অপহৃত শিশুদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, খবরটি শোনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগ পুলিশকে দেয়নি। তবে ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করার পাশাপাশি পুলিশ অপহৃতদের উদ্ধারে কাজ করছে।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬০ জনকে অপহরণ করা হয়েছে, যার অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে উদ্ধার হয়েছে।












