টেকনাফে ঘরের শয়নকক্ষে গোখরো সাপ

উদ্ধারের পর বনে অবমুক্ত

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

টেকনাফে স্থানীয় এক ব্যক্তির বসতঘর থেকে গোখরা প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলপুর পুরানপাড়া এলাকার বাসিন্দা ছৈয়দ আলম ওরফে পুতিয়ার বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। চার ফুট লম্বা সাপটির ওজন প্রায় এক কেজির মত। এটির বয়স দেড় থেকে দুই বছর হবে। সাপটিকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। স্থানীয়দের ভাষ্য, স্থানীয়ভাবে সাপটি ‘জালি জউরা’ নামে পরিচিত। বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর ভিলেজ কনজারভেশন গ্রুপের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান বলেন, মঙ্গলবার রাতে বসতঘরের শয়ন কক্ষের ভেতর একটি সাপ দেখতে পেয়ে গৃহকর্তা তাকে ফোন করেন। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোখরা সাপটি উদ্ধার করেন। পরে রাতেই হোয়াইক্যং শামলাপুর ঢালার বইলাম গাছতলা এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির পুরকৌশল বিভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়