টেকনাফে বিজিবির সাথে গোলাগুলিতে এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। এসময় ৫২ হাজার পিস ইয়াবাসহ দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে। তবে নিহত মাদক কারবারীর পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার ভোররাতে সার্ভার রুমের সার্ভিল্যান্স ক্যামেরায় শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে জালিয়াপাড়া বরাবর একটি হস্তচালিত নৌকা মিয়ানমার থেকে আসতে দেখা যায়। এসময় ওই এলাকার বিশেষ টহল কমান্ডারকে বিষয়টি জানানো হলে তারা জালিয়াপাড়া নৌকাঘাটে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে শূন্য রেখা অতিক্রম করে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এতে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবির এক সদস্য আহত হন। পরে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করলে এক মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে নৌকা থেকে পড়ে যান এবং অপরজন নদীতে ঝাপ দিয়ে সাঁতার কেটে ফিরে যান মিয়ানমারে। একপর্যায়ে গোলাগুলি থামলে নৌকায় তল্লাশি চালিয়ে ৫২ হাজার পিস ইয়াবাসহ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নদীর পাড়ে একটি লাশ পড়ে আছে। তখন বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ লাশ এবং একটি কার্তুজের খালি খোসা উদ্ধার করেন। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
লে. কর্নেল হাসান খান আরো বলেন, এ ঘটনায় আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।