টেকনাফে গভীর রাতে মাদক কারবারি-বিজিবি গোলাগুলি

অর্ধলক্ষ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

টেকনাফ সীমান্ত পয়েন্টে মাদক কারবারি ও বিজিবির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোহিঙ্গা অধ্যুষিত উত্তর লেদা সীমান্ত পয়েন্টে ১২ নভেম্বর গভীর রাতে (সাড়ে ৩টার দিকে) এ ঘটনা ঘটে। এছাড়া বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে অর্ধলক্ষ (৪৯ হাজার ২৬০ পিস) ইয়াবা জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার হতে ইয়াবার চালান আসার খবরে লেদা বিওপির বিশেষ টহল দল রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত দক্ষিণ লেদা ছ্যুরিখাল পয়েন্ট সংলগ্ন লবণ মাঠে বুধবার দিবাগত রাতের প্রথম প্রহরে অবস্থান নেয়। গভীর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এক ব্যক্তিকে নাফনদী হতে রোহিঙ্গা ক্যাম্পের দিকে আসতে দেখে দাঁড়াতে সংকেত দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই লোক কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। তখন বিজিবি সদস্যরা প্রাণ রক্ষার্থে পাল্টা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে ওই ব্যক্তি আতংকিত হয়ে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে। এরপর ঘটনাস্থল তল্লাশি করে একটি পলিথিনের ব্যাগে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। অপরদিকে র‌্যাব-১৫ এর সদস্যরা হ্নীলা দরগাহ স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন। র‌্যাব সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে (সাড়ে ৩টার দিকে) র‌্যাব-১৫ এর একটি অভিযান দল হ্নীলা দরগাহ স্টেশনের নাফ ফিলিং স্টেশনের সামনে প্রধান সড়কে মাদক কেনাবেচার খবরে অভিযানে যায়।

পূর্ববর্তী নিবন্ধসদালাপী মানুষ হিসাবে সানোয়ার আলী ছিলেন সকলের শ্রদ্ধার
পরবর্তী নিবন্ধ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা সিএসইর