কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তালিকাভুক্ত দুই সন্ত্রাসী সহ তিনজন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা। তারা হচ্ছে জাদিমুড়া ক্যাম্পের ব্লক-বি/১ এর নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল(২৪), ব্লক-বি/৭-এর আলী হোসেনের ছেলে মোহাম্মদ তাহের(২৬) ও ব্লক-এ/৪ (বর্তমানে ব্লক-সি/২)-এর মীর আহমেদের ছেলে কামাল হোসেন(২৩)।
আজ বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার সময় টেকনাফ জাদিমুড়া ২৭নং ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়
তাদের কাছে থাকা বিভিন্ন সাইজের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়।
টেকনাফস্হ ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ক্যাম্প-২৭ (জাদিমুড়া)-এর সি/৫ ব্লকস্থ স্থানীয় ইউনুছের বাড়ির পার্শ্বে খালি জায়গায় ১৪/১৫ জন সশস্ত্র ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পলায়নের চেষ্টাকরে।
এসময় তাদের ধাওয়া করে রোহিঙ্গা ডাকাত মোস্তফা কামাল, মোহাম্মদ তাহের ও কামাল হোসেনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা বিভিন্ন সাইজের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়। অপরাপর ১২/১৩ জন অজ্ঞাতনামা ডাকাত পাহাড়ের দিকে পালিয়ে যায়৷
গ্রেফতারকৃত মোস্তফা কামাল ও মোহাম্মদ তাহের টেকনাফ থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি এবং মোহাম্মদ তাহের ও কামাল হোসেন পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানায় ১৬ এপিবিএন সুত্র।
টেকনাফস্হ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।











