টেকনাফে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে শাহ পরীর দ্বীপ সড়কে কাভার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

নিহতরা হলেন, টেকনাফের সাবরাং কাটাবনিয়ার মৃত নুনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২) এবং কক্সবাজার শহরের সমিতি পাড়ার আমির হামজার ছেলে আব্দুর রব (২৫)। তবে আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধসিএনজিতে ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর