টেকনাফে ইয়াবা ও কার্তুজসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ৮:৩২ অপরাহ্ণ

টেকনাফের হোয়াইক্যংয়ের অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ও কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
ধৃত যুবক হচ্ছে ঐ ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আবুল আলমের ছেলে মোহাম্মদ রাজিব (২১)। এফ সিএন নং-২৪৯৪৬৫ ঘর নং-৮৮৭।
ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. পায়েল হোসেনের নেতৃৃত্বে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ছয়টার দিকে তাকে আটক করা হয়েছে।
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ক্যাম্পের ভিতর ইয়াবা ও কার্তৃজ রাখার গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিলাইছড়ির বড়থলী ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক সদস্য নির্বাচিত
পরবর্তী নিবন্ধপদবঞ্চিতরা করতে চান পাল্টা কমিটি, মাথাব্যথা নেই পদধারীদের