টেকনাফের শাহপরী দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউট পোস্ট শাহপরী কর্তৃক সাবরাং সৈকত এলাকার সংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযান করা হয়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট প্রবেশ করে। ওই বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য সংকেত দিলেও বোটটি সংকেত অমান্য করে অতি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আভিযানিক দল বোটটি সাবরাং সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।