টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৭ পূর্বাহ্ণ

টেকনাফে অস্ত্রসহ মো. রফিক আব্বুয়া (১৮) নামের একজন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন সদস্যরা। গতকাল রবিবার ভোর রাত সাড়ে ১২ টার দিকে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকসহ জকিরের ডেইল সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে এইচ ব্লকের ৬১৬/০৬ নং শেডের বাসিন্দা নুর হোসেনের ছেলে ও রোহিঙ্গা সন্ত্রাসী কামাল বাহিনীর সক্রিয় ডাকাত সদস্য বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নূর।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লক স্‌হ জকিরের ডেইল সংলগ্ন পাহাড়ি এলাকায় ডাকাত কামাল বাহিনী ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসী কামাল গ্রুপের সক্রিয় সদস্যদের লক্ষ্য করে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি করে। ধাওয়া করে মো. রফিক আব্বুয়া (১৮) নামের একজন রোহিঙ্গাকে একটি এলজি ওয়ান শুটার গানসহ আটক করা হয়। অন্যরা কৌশলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত আলামত এবং গ্রেপ্তার আসামিকে ক্যাম্পে নিয়ে আসা হয়। অভিযানকালে ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিশুকে গলা টিপে হত্যা
পরবর্তী নিবন্ধধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু