টেকনাফে অস্ত্র, গোলাবারুদ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার

নৌবাহিনীর অভিযান

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। নৌবাহিনীর সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স স্কোয়াডস ও কন্টিনজেন্ট অংশ নেন। টেকনাফ থানার পুলিশ সদস্যরাও যৌথভাবে অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত লম্বা মিজানের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি পিস্তল, বিভিন্ন মডেলের ৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন, ৪ রাউন্ড পিস্তল বল, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা।

নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতকারীদের দমনে নৌবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, মহেশখালীতে যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআমার ভাইয়ের বিচার যেন প্রকাশ্যে দেখতে পারি : হাদির বড় ভাই