টেকনাফে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র, ১৫ রাউন্ড গুলি, ৭ রাউন্ড তাজা কার্তুজ, তিন হাজার পিস ইয়াবা ও ৩৭ হাজার নগদ টাকা উদ্ধার করেছে। এসময় তিনজনকে আটক করা হয়। ২৭ সেপ্টেম্বর সোমবার ভোররাত ১ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায় টেকনাফে ডিএনসি-র্যাব একাধিক যৌথ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে।
ডিএনসি সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার বলেন, আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।