টেকনাফে অস্ত্র গুলি উদ্ধার, ইয়াবাসহ আটক ৩

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

টেকনাফে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র, ১৫ রাউন্ড গুলি, ৭ রাউন্ড তাজা কার্তুজ, তিন হাজার পিস ইয়াবা ও ৩৭ হাজার নগদ টাকা উদ্ধার করেছে। এসময় তিনজনকে আটক করা হয়। ২৭ সেপ্টেম্বর সোমবার ভোররাত ১ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায় টেকনাফে ডিএনসি-র‌্যাব একাধিক যৌথ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে।
ডিএনসি সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার বলেন, আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষায় মানতে হবে ১১ নির্দেশনা
পরবর্তী নিবন্ধসনাতন ধর্মাবলম্বীদের সাথে মনজুর আলমের মতবিনিময়