টেকনাফ সীমান্ত পয়েন্টে মাদক কারবারি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোহিঙ্গা অধ্যুষিত উত্তর লেদা সীমান্ত পয়েন্টে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া বিজিবি ও র্যাবের পৃথক অভিযানে ৪৯ হাজার ২৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে লেদা বিওপির বিশেষ টহল দল রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত দক্ষিণ লেদা ছ্যুরিখাল পয়েন্ট সংলগ্ন লবণ মাঠে আজ বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে অবস্থান নেয়।
রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একজন মানুষকে নাফনদী হতে রোহিঙ্গা ক্যাম্পের দিকে আসতে দেখে দাঁড়ানোর জন্য সংকেত দিলে সে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
তখন বিজিবি জওয়ানেরা সরকারি সম্পদ ও প্রাণ রক্ষার্থে পাল্টা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে উক্ত ব্যক্তি আতংকিত হয়ে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে।
এরপর ঘটনাস্থল তল্লাশি করে একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য তদন্ত কার্যক্রম চলছে। জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
অপরদিকে র্যাব-১৫ এর সদস্যরা হ্নীলা দরগাহ স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
র্যাব সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল হ্নীলা দরগাহ স্টেশনের নাফ ফিলিং স্টেশনের সামনে প্রধান সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা পূর্ব পানখালীর মৃত আব্দুল কাদেরের পুত্র মো. হোসেন(২৯)কে একটি শপিং ব্যাগে থাকা ১৯ হাজার ২শ’ ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।