টেকনাফে অপহৃত ১১ নারী-শিশু উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করে পরিবারে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছে নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, গহীন পাহাড়ে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণের শিকার ৯ নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে উদ্ধারকৃতদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরের দিকে টেকনাফের হ্নীলা আলীখালী গহীন পাহাড়ের পাদদেশে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহরণের শিকার ৯ জন নারী ও ২ জন শিশুসহ ১১ জন ভিকটিমকে উদ্ধার করে।

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআলমগীর খানকা শরীফের খাদেম মাহমুদুর রহমানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহৃত বগুড়ার ২ যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩