টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু

ফিরেছেন আটকে পড়া ৩শ পর্যটক

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় গতকাল শনিবার থেকে টেকনাফসেন্টমার্টিন নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা সংকেত প্রত্যাহারের পর গতকাল সকাল ১০টায় টেকনাফ থেকে দুটি জাহাজ সেন্টমার্টিন রওয়ানা দেয় এবং সেখান থেকে দুইদিন ধরে আটকে থাকা প্রায় ৩শ পর্যটককে নিয়ে সন্ধ্যায় টেকনাফে ফিরে আসে।

ঘূর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ায় গত বৃহস্পতিবার ও শুক্রবার টেকনাফসেন্টমার্টিন নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এসময় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়ে প্রায় ৩শ পর্যটক।

সিক্রুজ অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, শনিবার সকালে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ৬২ জন যাত্রী নিয়ে কেয়ারি সিন্দবাদ ও যাত্রী ছাড়াই বার আউলিয়া নামের দুটি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যায়। এরপর জাহাজ দুটি সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকসহ ৩ শতাধিক যাত্রী নিয়ে টেকনাফে ফিরে আসে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় আবহাওয়া দপ্তরের সতর্কতা সংকেত প্রত্যাহারের পর শনিবার থেকে টেকনাফসেন্টমার্টিন নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে সাগরে ফের শুরু হচ্ছে মাছ ধরা
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার