টেকনাফ থেকে মানব পাচার চক্রের ৪ সদস্য আটক, উদ্ধার সাত যুবক

আজাদী অনলাইন | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচার চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারের শিকার ৭ যুবককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় লেঙ্গুর বিল এলাকায় এই অভিযান চালানো হয়।

দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গত ৪ ও ১৭ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় দুই যুবকের নিখোঁজের জিডি করা হয়। তাদের উদ্ধারে কক্সবাজার সদর থানার একটি টিম অভিযান শুরু করে।

অভিযানে জানা যায়- কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী, উখিয়া, সিরাজগঞ্জ এলাকার কতিপয় কিশোর ও যুবক উন্নত জীবনের প্রত্যাশায় বিভিন্ন দালাল এবং প্রতারক চক্রের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের হাতে পড়ে। চক্রটি তাদের টেকনাফের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার জনৈক তৈয়বের বাড়িতে নিয়ে জড়ো করে। তাদেরকে পাচারকারীরা জানায় পুলিশি তৎপরতায় সরাসরি মালয়েশিয়া যাওয়া যাবে না।

তাই মিয়ানমার হয়ে মালয়েশিয়া পাড়ি দিতে হবে। পাচারকারীরা তাদের নৌকা যোগে টেকনাফ থেকে মিয়ানমার নিয়ে যায়। সেখানে চক্রের সদস্যরা তাদের আটকে রেখে ইমো অ্যাপস ও মিয়ানমারের মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে নির্মম নির্যাতন ও মেরে ফেলার হুমকি দেয়া হয়। এতে ভয়ে অনেকেই দাবিকৃত মুক্তিপণও পাঠিয়ে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান আরও বলেন, ওই তথ্যের ভিত্তিতে টেকনাফ দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের মূলহোতা মৃত ওমর হামজার পুত্র মোঃ বেলাল উদ্দিন (২৮), সাবরাং লাফার পাড়ার আবদুল গফুরের মেয়ে মাহফুজা (২২), টেকনাফ গোলার পাড়ার মৃত আবদুল গণির পুত্র আব্দুল্লাহ (৫৫) ও মিয়ানমারের বুচিডংয়ের পুইমালির কাইন্দা পাড়ার নুরুল ইসলামের পুত্র মো. আয়াছ।

তাদের কবল থেকে উদ্ধার করা হয় চকরিয়া হারবাং স্টেশন পাড়ার আবদুর রহমানের পুত্র রায়হান (১৫), উদ্দিন, সিরাজগঞ্জের কাজীপুর রিয়াবার মো. হোসেন আলীর পুত্র মো. হাবিব উল্লাহ (১৬), কক্সবাজার পৌর এলাকার বৈদ্যঘোনার কফিল উদ্দিনের পুত্র মো. রায়হান কবির (১৬), আবুল কাশের পুত্র মো. আলমগীর (১৮), মহেশখালী শাপলাপুরের সোনা মিয়ার পুত্র সফর আলী (১৭), আলী আজগরের পুত্র শওকত আজিজ (১৮) ও উখিয়া থাইংখালীর মো. ইউনুসের পুত্র মো. মামুন মিয়া (২১)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, আটক ও উদ্ধারের ঘটনায় আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। পাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের উন্নয়নের মূলে রয়েছে নারীর ক্ষমতায়ন
পরবর্তী নিবন্ধমিতু হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও ৪ জন