অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আমিনা খাতুন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দুদক পিপি মোকাররম হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আমিনা খাতুনকে সাড়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। পাশাপাশি অবৈধভাবে তার অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ২ এপ্রিল আমিনা খাতুনের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে আমিনা খাতুন ২৬ লাখ ৫৭ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। সম্পদ বিবরণী যাচাই করলে দেখা যায়, তিনি একজন গৃহিনী হয়েও ২০১৬–১৭ থেকে ২০১৭–১৮ কর বছরে ব্যবসায়ী হিসেবে আয়কর রিটার্ন দাখিল করেন এবং ৩০ লাখ ৩ হাজার ৩২ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া এ সময়ে তিনি ১৬ লাখ ৯০ হাজার টাকা পারিবারিক ব্যয়সহ অন্যান্য ব্যয় করেছেন। অর্থাৎ ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার ৩২ টাকা।