কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের গ্রুপ পর্বের গতকালের খেলায় জয় পেয়েছে টুয়েন্টি ইভেন্টস এবং শতাব্দি ক্রিকেট একাডেমি । গতকাল সানোয়ারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে টুয়েন্টি ইভেন্টস ৮ উইকেটে পরাজিত করে আনোয়ারা ক্রিকেট একাডেমিকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা আনোয়ারা ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮৫ রান সংগ্রহ করে। জবাবে টুয়েন্টি ইভেন্টস মাত্র ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের তানভীর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন শাস্ত্র বিভাগের সহকারী অধ্যাপক চয়ন দাশ। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে শতাব্দি ক্রিকেট একাডেমি ৫৩ রানে রাঙ্গুনিয়া একাদশকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা শতাব্দি ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে রাঙ্গুনীয়া একাদশ ১৮.৩ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের তাহসিন ৩১ বলে ৪৮ রান করার পাশাপাশি ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক এস এম আইয়ুব।