প্রথমবারের মত সাফ অনূর্ধ্ব–২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। গত আসরে এই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ দল। তবে এবারে গত আসরের ব্যর্থতা ঝেড়ে শিরোপা জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশের যুব ফুটবলাররা। আর এই টুর্নামেন্টে দারুণ খেলেছেন বাংলাদেশের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম । আর সে সুবাদে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতার পুরস্কার লাভ করেছেন তিনি। ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট চারটি গোল করেছেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। ফাইনালে বাংলাদেশের ৪–১ ব্যবধানে জয়ে প্রথম দুই গোল করেছিলেন মিরাজুল ইসলাম। একটি গোলে সহায়তাও করেছেন বাফুফের একাডেমিতে তৈরি হওয়া এই ফুটবলার। মিরাজুল গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ও নেপালের বিপক্ষে একটি করে গোল করেছিলেন। অপরদিকে এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ আসিফ। তিনি সেমিফাইনালের জয়ের নায়ক। সে ম্যাচে টাইব্রেকারে তিনি ভারতের দুটি শট ঠেকিয়েছিলেন। ফাইনালেও বেশ কয়েকবার নেপালের গোল করার প্রচেষ্টা নস্যাৎ করেছেন মারুফুল হকের দলের দ্বিতীয় গোলরক্ষক। অথচ নিয়মিত একাদশে কোন ম্যাচেই সুযোগ পাননি আসিফ। তবে সেমিফাইনালের নৈপুণ্যের পর ফাইনালে তার সুযোগ মেলে প্রথম একাদশে। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৬৫ মিনিটে আহত হয়ে মাঠ ত্যাগ করেছিলেন নিয়মিত গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। বদলি হিসেবে নেমে ভারতবধের নায়ক হয়েছিলেন মোহাম্মদ আসিফ। তাই সংগত কারণেই এই তরুণ গোল রক্ষকের হাতে উঠে টুর্নামেন্টের সেরা গোল রক্ষকের পুরস্কার। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব্বের লড়াইয়ে বাংলাদেশ দল দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হয়েছে। দলের প্রত্যেকটা খেলোয়াড় যেন নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে। তাইতো গ্রুপ পর্বে নেপালের কাছে হেরেও প্রতিশোধ নিয়ে ফাইনাল জিতে শিরোপা জয়ের উৎসবে মেতেছে বাংলাদেশ দল।