ভাটির দেশ আমার প্রিয় বাংলাদেশ। এদেশের প্রকৃতির প্রেমে পড়েনি এমন মানুষ খুবই কম। যারাই এদেশে পা রেখেছেন, তারাই মুগ্ধ হয়েছেন।
চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কের উভয় পাশে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে একজন টুরিস্ট সহজেই কল্পনার জগতে চলে যায়। তবে রাস্তার পাশে কিছু অপরিকল্পিত বিলবোর্ড ও ব্যানার দেখে টুরিস্টের খুব দ্রুত কল্পনার রাজ্য থেকে ফিরে আসতে হয়, যা খুবই বেদনাদায়ক।অথচ এই জায়গায় আমরা চাইলেই খুব ভালো উদ্যোগ নিতে পারি। অর্থহীন বিজ্ঞাপনের পরিবর্তে দেশের সব টুরিস্ট স্পট গুলোর মনোরম বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। এতে করে দেশী বিদেশী টুরিস্টরা সহজেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারে। তাই তাদেরকে কেন্দ্র করে আকর্ষণীয় ও যথাযথ বিজ্ঞাপন দেওয়া উচিত। এছাড়াও মহাসড়কের উভয় পাশে পরিকল্পিত বনায়ন করা উচিত, যা রাস্তার সৌন্দর্য বর্ধনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহতাসিম ইসমাম
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।