টুংটাং ছড়া

সোমা মুৎসুদ্দী | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

এসো খোকা পড় বসে

টুং টাং ছড়াটা

তার সাথে হবে জানি

ফুল পাখি পড়াটা।

দেশ নিয়ে পড়লেও

জানা হবে কম না

মনে রেখো পড়াশোনা

বন্ধু তো যম না।

নদী আর পাহাড়ের

ছড়া পড়ো ছন্দে

তার সাথে ঘুরে আসো

অবসর বন্ধে।

অজানাকে জেনে নাও

শৈশব ডাকছে

তার সাথে প্রকৃতিও

জলছবি আঁকছে।

পূর্ববর্তী নিবন্ধকৈশোর
পরবর্তী নিবন্ধশীতবুড়ি