অস্থির ভোগ্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি করে থাকে, যা সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিয়ে থাকে। স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির এই কার্যক্রম প্রশংসনীয় হলেও এলাকাভিত্তিক রাজনৈতিক ছত্রছায়ায় কিছু দুর্বৃত্ত বিক্রেতাদের যোগসাজশে বেশিরভাগ পণ্য নিজেরা কিনে খোলা বাজারে অধিক মূল্যে বিক্রি করছে। ফলে অধিকাংশ সাধারণ মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে মনঃক্ষুণ্ন হয়ে ফেরত যাচ্ছে। সাধারণ মানুষ যাতে টিসিবির পণ্য সহজে ক্রয় করতে পারে সেইজন্য এলাকাভিত্তিক স্বল্প আয়ের মানুষদের জন্য প্রতিটি পরিবারের জন্য
‘ফ্যামিলি কার্ড’ এর ব্যবস্থা করে টিসিবির পণ্য বিক্রিতে স্বজনপ্রীতি ও দুর্নীতি মুক্ত করে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি আহবান জানাচ্ছি।
আবদুর রহিম
কমার্স কলেজ রোড়
মতিয়ারপোল