নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লার রাজপুকুর লেইনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাক চাপায় রণজিত কর্মকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রণজিত কর্মকার সোনার গহনা তৈরির কারিগর। তিনি দীর্ঘ সময় ধরে রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে টিসিবির ডিলার মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক রাজাপুকুর লেইনে প্রবেশ করে। ট্রাকটি অন্যান্য সময়ের মতো গলির ভেতরে অপেক্ষাকৃত উঁচু স্থানে লোকনাথ মন্দিরের সামনে পার্কিংয়ের জন্য এগোচ্ছিল। এ সময় লোকজন সেটিকে অনুসরণ করে দৌড়াতে থাকেন। ট্রাক পাহাড়ের ওপর ওঠার সময় রণজিত কর্মকার ভিড়ের মধ্যে আটকে পড়েন। এ সময় হুড়োহুড়ির এক পর্যায়ে তিনি নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকা তার শরীরের ওপর উঠে যায়। এ সময় উপস্থিত লোকজন গুরুতর আহতাবস্থায় রণজিতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, টিসিবির পণ্য নেওয়ার জন্য হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে চাপা দেয়। পরে উনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ট্রাকের চালককে আটক করে আমাদের হেফাজতে রেখেছি। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।