অবশেষে টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ সরাসরি সমপ্রচারের খবর এসেছে। দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেখাবে প্রতিযোগিতাটির সুপার লিগ পর্ব। প্রথম পর্বের বেশিরভাগ ম্যাচ হচ্ছে তিনটি মাঠে। দেশের ক্রিকেটের মূল ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে খেলছে প্রিমিয়ার লিগের ১২ দল। সুপার লিগ পর্বের পুরোটাই হবে শের-ই-বাংলায়। দিনে তিনটি করে ম্যাচ। সব ম্যাচ টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সমপ্রচার করবে বলে জানিয়েছেন ঢাকা ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ। ‘এই লিগে খেলছেন জাতীয় দলের দলের সব খেলোয়াড়রা। এরই মধ্যে হয়েছে খুব রোমাঞ্চকর কিছু ম্যাচ। এখন থেকে দর্শকরা বাসায় বসে সুপার লিগ পর্ব উপভোগ করবেন। প্রতিদিনই খেলবে ছয়টি দল। সব ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।’