টিভিতে তাহসান-তিশার ওয়েব ফিল্ম

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও তানজিন তিশা। বছর খানেক আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘মানি মেশিন’ নামের ওয়েব ফিল্মে। অনলাইনের জন্য তৈরি হলেও এটি আসছে টিভিতে। প্রচার করা হবে আরটিভিতে।

‘বেচতে জানলে টাকাও বেচা যায়!’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংলাপটি নিয়েই ‘মানি মেশিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় মানি মেশিন এর শুটিং শেষ হয় গত বছরের শেষদিকে।

চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ। প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়ার সিইও সৈয়দ আশিক রহমান জানান, ফিল্মটির দৈর্ঘ্য ৮৫ মিনিট। ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে আরটিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এর।

এরপর নতুন তারিখ ঘোষণার মাধ্যমে ওয়েব ফিল্মটি অবমুক্ত করা হবে অনলাইন প্ল্যাটফর্ম আরটিভি প্লাস-এ।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়ে আসছেন শচিন কন্যা সারা টেন্ডুলকার!
পরবর্তী নিবন্ধঈদে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে এই প্রথম আনন্দমেলা