সোনার বাংলা ট্রেনের টিকিট বেশি দামে বিক্রি করার সময় রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) দুজনকে হাতেনাতে আটক করেছে র্যাব-৭। সোমবার রাতে চট্টগ্রাম স্টেশন থেকে তাঁদের আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়।
র্যাব জানায়, এই দুজনের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সোনার বাংলা ট্রেনের ৯টি টিকিট পাওয়া গেছে। এসব টিকিট তাঁরা বেশি দামে কালোবাজারে বিক্রি করার জন্য চেষ্টা করছিল।
আটক দুজন হলেন- চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত হাবিলদার মো. রবিউল ইসলাম ও সিপাহি মো. ইমরান। আরএনবির সহকারী কমান্ড্যান্ট সত্যাজিত দাশ বলেন, আটক দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।