টিকায় আরো সুখবর

| শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে পরিচালিত বিস্তারিত এক পরীক্ষায় দেখা গেছে যে করোনাভাইরাসের নতুন একটি ভ্যাকসিন ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। নোভাভ্যাক্স উদ্ভাবিত এই টিকাটি ব্রিটেনে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনটির বিরুদ্ধেও কার্যকর বলে জানিয়েছেন বিবিসির মেডিকেল এডিটর ফারগুস ওয়ালস। যুক্তরাজ্য এখনো পর্যন্ত করোনাভাইরাসের তিনটি টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা, অপরটি ফাইজার-বায়োএনটেক এবং তৃতীয়টি ওষুধ কোম্পানি মর্ডানার টিকা।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক কোম্পানি নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। এই ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষ অংশ নেয়, যাদের ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছরের বেশি। খবর বিবিসি বাংলা ও বিডিনিউজের।
দক্ষিণ আফ্রিকাতে বেশিরভাগ মানুষ করোনাভাইরাসের একটি নতুন ধরনে আক্রান্ত। সেখানে চালানো ট্রায়ালে দেখা গেছে, যাদের এইচআইভি নেই তাদের ক্ষেত্রে এটি ৬০ শতাংশ কার্যকর হয়েছে। নোভাভ্যাক্স-এর প্রধান নির্বাহী স্ট্যান অ্যার্ক বলেছেন যে যুক্তরাজ্যে ট্রায়ালের ফলাফল চমৎকার এবং ততটাই ভালো যতটা আমরা আশা করেছিলাম। আর দক্ষিণ আফ্রিকার ব্যাপারে তিনি বলেছেন যে সেখানকার ফলাফল মানুষের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই সুখবরকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে যুক্তরাজ্যের ঔষধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এখন এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখবে। যুক্তরাজ্য এরই মধ্যে এই টিকার ছয় কোটি ডোজ কেনার জন্য আদেশ দিয়েছে, আর এই টিকা তৈরি হবে স্টকটন-অন-টিজ শহরে। সরকার বলছে, যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন পেলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই এই টিকার প্রয়োগ শুরু করবে দেশটি। যুক্তরাজ্যের নোভাভ্যাক্স ট্রায়ালের প্রধান ইনভেস্টিগেটর অধ্যাপক পল হিথ বলেন, এই ফলাফল খুবই রোমাঞ্চকর, যা দেখাচ্ছে যে টিকাটি বেশ কার্যকর এবং নিরাপদ। আরও গুরুত্বপূর্ণ হল, যুক্তরাজ্যে ভাইরাসের নতুন যে ধরণটি দ্রুত ছড়িয়ে পড়ছে, তার বিরুদ্ধেও এটি কাজ করে।
ইইউতে অনুমোদন পেল অ্যাস্ট্রাজেনেকার টিকা : ইউরোপীয় ইউনিয়নের ১৮ বছরের বেশি বয়সীদের উপর অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ইইউ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। অ্যাংলো-সুইডিশ কোম্পানিটি ইইউ দেশগুলোর এ জোটকে দেওয়া টিকা সরবরাহের প্রতিশ্রুতি ভঙ্গ করছে কিনা এমন বিতণ্ডার মধ্যেই এ পদক্ষেপের খবর দিল বিবিসি।
চুক্তির লঙ্ঘন হয়েছে- এমনটা দেখানোর আশায় এই ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে হওয়া চুক্তি প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। ইইউতে থাকা একটি কারখানায় সমস্যার কারণে টিকার সরবরাহ কমে যাবে বলে গত সপ্তাহে জানিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা।
ইউরোপীয়ান কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন গতকাল শুক্রবার জার্মান রেডিওকে বলেন, অগাস্টে সম্পাদিত ওই চুক্তির মধ্যে আইনগতভাবে বাধ্যতামূলক আদেশ ছিল। তিনি অ্যাস্ট্রাজেনেকার বিবৃতির ব্যাখ্যাও দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় এক মাস ধরে নিখোঁজ জাপা নেতার লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধশৈত্যপ্রবাহ আরও দুদিন