দরিদ্র দেশগুলো প্রয়োজনীয় টিকা পাওয়া ছাড়া কোভিড-১৯ মহামারী যে শেষ হবে না, সে বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সবাইকে সতর্ক করেছেন একদল বিশেষজ্ঞ। বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক নিবন্ধে তারা এই সতর্কবর্তা দিয়েছেন বলে গতকাল শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, এ যাবৎকালের সবচেয়ে বেশি সংখ্যক ডোজ টিকা দরকার হলেও দরিদ্র দেশগুলোর তহবিলের ঘাটতি রয়েছে এবং ধনী দেশগুলো বেশিরভাগ টিকার যোগান নিয়ে যাচ্ছে। টিকার উৎপাদন বৃদ্ধি এবং দাম সহনশীল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খবর বিডিনিউজের।
কথিত ‘টিকা জাতীয়তাবাদ’ যে বিশ্বে বহু মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে, সে বিষয়ে এটাই সর্বশেষ সতর্কবার্তা বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। গত বছর বিভিন্ন দেশ যখন পাল্লা দিয়ে নিজেদের জনগণের জন্য টিকার ব্যবস্থা করতে চুক্তি করছিল, সে সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস একে ‘অন্যায্য’ ও ‘নিজেদের পরাজয়’ হিসেবে বর্ণনা করেন। সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আমাদের কেউই নিরাপদ নই, বলেছিলেন তিনি। ল্যানসেটে প্রকাশিত নিবন্ধে বলা হয়, টিকার সহজলভ্যতার ঘাটতি করোনাভাইরাসের আরও ‘মিউটেশনের’ ঝুঁকি বাড়িয়ে দেবে। আর তাতে সংকট আরও দীর্ঘায়িত হবে।