টিকা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক, অনাবাসিক ও অনুমতিপ্রাপ্ত বিভিন্ন হলের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও বিভিন্ন তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী শনিবারের মধ্যে এ তথ্য দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে। এতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সেই লক্ষ্যে ইউজিসির নির্দেশ মোতাবেক চবির সকল অনাবাসিক শিক্ষার্থীর নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।
তথ্য পূরণ করতে হবে গুগল ফর্মের লিঙ্কে: https://forms.gle/ZsT77jPdqnL7YLT56
এ ব্যাপারে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান আজাদীকে বলেন, “ইউজিসির নির্দেশ মোতাবেক আমরা এ তথ্য চেয়েছি। এক্ষেত্রে যাদের এনআইডি কার্ড নাই তারা জন্মনিবন্ধনের নম্বর দিবে। আর ভ্যাকসিন কখন, কোথায় দেওয়া হবে সেই ব্যাপারে সরকারি নির্দেশনা আসলে জানানো হবে। তবে মনে হচ্ছে ক্যাম্পাস খোলার আগেই ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”