টিকা এক মাসের মধ্যে পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর

ফাইজারের টিকা পেতে পারে বাংলাদেশ

আজাদী ডেস্ক | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৪:৫৬ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারি মাসের প্রথমভাগের মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা চলে আসবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমাদের দেশে অনেকেই ভ্যাকসিন দিতে চাচ্ছে। আশা করি ভ্যাকসিনের কোনো অভাব হবে না। চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করা টিকা বাংলাদেশ নেবে কিনা, তা জানতে চেয়ে চিঠি দিয়েছে বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকা সরবরাহে গড়ে ওঠা প্ল্যাটফর্ম কোভ্যাঙ। তাদের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা নিতে চাইলে ১৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।
করোনা ভাইরাসের টিকা দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চীন, রাশিয়া ও আমেরিকাসহ ইউরোপের দেশগুলো বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চাচ্ছে। ফাইজার কোম্পানি থেকে বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাচ্ছে। এ ভ্যাকসিন সম্মুখযোদ্ধাদের আগে দেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদলীয় প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন এরশাদ উল্ল্যাহ
পরবর্তী নিবন্ধসাওল পদ্ধতির প্রসার হলে কমবে স্বাস্থ্য খাতের বাজেট