টিকটকে পরিচয়-প্রেম, অতঃপর বিয়ের আশ্বাসে ধর্ষণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:২৩ অপরাহ্ণ

৬ মাস আগে টিকটকে পরিচয়, সেখান থেকেই মোবাইল নাম্বার আদান-প্রদান, তারপর প্রেম। পেশায় গার্মেন্টস কর্মী সখিনা বেগমকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলো নিজেকে এডভোকেট পরিচয় দেওয়া কামরুল হাসান।

বিয়ে করার কথা বলে সিএনজি অটোরিকশা যোগে ভিকটিমকে ফ্রী-পোর্ট থেকে কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ এশিয়ান এসআর আবাসিক হোটেলে নিয়ে আসে কামরুল।

কিছুক্ষণ বিশ্রামের কথা বলে হোটেলটির ৪০৬নং কক্ষে সখিনাকে নিয়ে প্রবেশ করে সে। তারপর সখিনা বেগমকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত কামরুল।

ঘটনাটি ঘটে নভেম্বরের ১১ তারিখ শনিবার। ধর্ষণের স্বীকার জনৈকা সখিনা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করলে বিষয়টি তদন্তভার এসআই সজীব কুমার আচার্যেরীর উপর অর্পন করা হয়।

তদন্তে ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনায় জড়িত আসামি মোঃ কামরুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হলে আসামি মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজয় কুমার সিংহ জানান, বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডের কলসী দিঘীর পাড় পকেট গেইট এলাকার আমীন কলোনিতে বসবাস আসামি মোঃ কামরল ইসলাম হৃদয় (৩৫)। তিনি আব্দুর রশিদ মোল্লা ও ফিরোজা আক্তার শানুর সন্তান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিএনপির ১০ জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ‘সোয়াইন ফিভার’ ভাইরাসে ৮১ শূকরের মৃত্যু