টিএসপি কমপ্লেক্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

টিএসপি কমপ্লেক্স স্কুলে গতকাল শনিবার
এসএসসি, জেএসসি ও পিইসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক জমির আহামদের সভাপতিত্বে ও বিদ্যালয় শিক্ষক মো. আবদুল আলীমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। টিএসপি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতাউর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) নিতাই চন্দ্র রায়, টিএসপি সিবিএর সভাপতি মো. আবু তৌহিদ খান ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বেলাল। প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে দেশও জাতির আশার বাতি হিসেবে উল্লেখ করেন। তিনি দেশ ও জাতির গর্বিত সন্তান হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বক্তব্য রাখেন শিক্ষার্থী আবরার আহমেদ হেলালী ও সংবর্ধিত শিক্ষার্থী ইসরাত জাহান তামিমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থ মহিলাদের সেলাই মেশিন দিল সরফভাটা সমিতি
পরবর্তী নিবন্ধইপিজেডে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা