টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারী স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৮ পূর্বাহ্ণ

ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারী স্কুলের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত এবং বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টিএসপি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেন সুখেন চন্দ্র। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিএসপি মহিলা ক্লাবের সভানেত্রী দিপিকা রাণী দাস, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আবদুল মমিন সরকার, প্রশাসন বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম, কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ছরওয়ার হায়দার এবং টিএসপি শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বেলাল।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিভাগীয় প্রধান (কারিগরি) ঝুমকু লতা মজুমদার, বিভাগীয় প্রধান (উৎপাদন) রুকুন উদ্দীন শামস এবং বিভাগীয় প্রধান (হিসাব ও অর্থ) মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের সহকারী শিক্ষক শরীফ মু. শাহ কামাল, কামরুন নাহার, জান্নাতুল ফেরদৌস বেবী, কামরুজ্জামান এবং দ্বীন মোহাম্মদ। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী সেন সুখেন চন্দ্র।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধখুলনা যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল