বোধনের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবিতা ও আবৃত্তি নির্ভর মনোজ্ঞ অনুষ্ঠান ‘কবিতার কবি, কবিতার ছবি’। গত ৪ জুলাই এই অনুষ্ঠান সাজানো হয়েছিল কবি টোকন ঠাকুর, কবি মালেক মুস্তাকিম এবং কবি রিমঝিম আহমেদের সৃষ্টি নিয়ে। প্রথমেই ছিল কবি মালেক মুস্তাকিম পর্ব। তাঁর ‘একুশ ফিরে আসে’ কবিতার বৃন্দ আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটে। তিনপর্বে কবি পরিচিতি পাঠ করেন প্রণিতা দেব চৈতী, মমি ভট্টাচার্য্য এবং অরিত্র রোদ্দুর ধর। অনুষ্ঠানে কবিদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি আবুল মোমেন, কবি জ্যোতির্ময় নন্দী এবং কবি ওমর কায়সার। কবিতার পঙক্তিমালা উচ্চারণ করেন শিমুল নন্দী, জাভেদ হোসেন, পিউ সরকার, রনি চৌধুরী, শারমিন মৃত্তিকা, লাভলী আক্তার নিশাথ, রীমা দাশ, অসীম দাশ, ফজিলাতুন নেছা শাওন, সন্দিপন সেন একা, অর্পিতা দাশ, জিকো সরকার, সুতপা মজুমদার, জয়শ্রী মজুমদার জয়া, মোহিনী সংগীতা সিংহ, হোসনে আরা নাজু, পৃথুলা চৌধুরী, হিমানী মজুমদার, সত্যজিৎ চক্রবর্তী, অনিমেশ পালিত, অর্চি দত্ত, ঋতুপর্ণা চৌধুরী শ্রাবণ, পাতা দে বৃষ্টি। এছাড়াও রিমঝিম আহমেদের ‘মানুষের সমীপে’ ও টোকন ঠাকুরের ‘হাসিকান্না ২০২১’ কবিতার বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়। বৃন্দ আবৃত্তি তিনটির নির্দেশনা দেন মাঈনুল আজম চৌধুরী। কবিদের উত্তরীয় ও স্মারক তুলে দেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ, সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। সঞ্চালনায় ছিলেন তৈয়বা জহির আরশি। নেপথ্যের বিভিন্ন দায়িত্ব পালন করেন কাজী মামুন, রমিজ বাবু, সৌরভ দে, কিফায়াৎ কবীর উৎস, মোহাম্মদ তাহসিন, প্রিয়ন্তী বড়ুয়া, অভিষেক রুদ্র রাজ, লাবণ্য দেব শ্রেয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।