টি-টোয়েন্টিতে সাকিবের ৪০০ উইকেট

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

দারুণ এক ব্যক্তিগত অর্জন ধরা দিল সাকিবের কাছে। ফরচুন বরিশালের হারের আগে দলের অধিনায়ক পূর্ণ করলেন টিটোয়েন্টিতে ৪০০ উইকেট। বিপিএলে সোমবার মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহকে আউট করে সাকিব পা রাখেন এই মাইলফলকে। ৩৯৮ উইকেট নিয়ে এবারের বিপিএল শুরু করেন সাকিব। আসরের প্রথম ম্যাচ তিনি উইকেট নেন একটি। দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম ৩ ওভারে ছিলেন উইকেটশূন্য। শেষ ওভারের প্রথম বলে তাকে ছক্কায় উড়িয়ে দুই দলের স্কোর সমান করে দেন মাহমুদউল্লাহ। কিন্তু পরের বলেই মাহমুদউল্লাহ ক্যাচ দেন কাভারে। ৪৮৬ ইনিংসে বোলিং করে ৫৫৫ উইকেট নিয়ে সবার ওপরে সাকিবের বরিশাল সতীর্থ ডোয়াইন ব্রাভো। সাকিবের ৪০০ পূর্ণ হলো ৩৪৭ ইনিংসে। ৪০০ উইকেটের পাশাপাশি ২০ ওভারের ক্রিকেটে ৫ হাজার ৬১০ রানও করেছেন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হাবিবুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধআইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি