সিলেট ও ঢাকায় টেস্ট সিরিজ শেষ হয়েছে। আর সিরিজের দুই ম্যাচেই সফরকারী আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। লাল বলে হেরে যাওয়া আয়ারল্যান্ড এখন সাদা বলের ফরমেটে ঘুরে দাঁড়াতে চায়। সেই লক্ষ্যে দু’দলই এখন চট্টগ্রামে। বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে এসেছেন। সকালে তারা শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করেন। পরে পূর্ণ নিরাপত্তার সাথে র্যাডিসন ব্লু হোটেলে যান। সিরিজ চলাকালে তারা এখানেই থাকবেন।
আগের দিন চট্টগ্রামে আসে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
গতকাল আয়ারল্যান্ড এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা ম্যাচে ভেন্যু বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেন। আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে র্যাডিসন ব্লু হোটেলে দু’দলের অধিনায়ক ট্রফি উম্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ দলের সিরিজ পূর্ব সংবাদ সম্মেলন সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন এরিয়ায় অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ দল একই স্টেডিয়ামে অনুশীলন করতে নামবেন।
আয়ারল্যান্ড দলের সিরিজ পূর্ব সম্মেলন অনুষ্ঠিত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। একই স্টেডিয়ামে তারা অনুশীলন করবেন সন্ধ্যা ৬টায়। দু’দলের মধ্যে প্রথম টি–টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। একই ভেন্যুতে দু’দলের দ্বিতীয় ম্যাচটি আগামী ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটি ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।












