টি-টোয়েন্টি বোলিংয়ে সেরা দশে সাকিব

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:২০ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে ফিরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বড় লাফ দিয়েছেন শেখ মেহেদি হাসান। ৬৭ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। গত এক সপ্তাহে হওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গতকাল বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কেবল ১০ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। সঙ্গে ব্যাট হাতে ২৫ রান করে হন ম্যাচ সেরা। প্রথম তিন টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন তিনি। এই পারফরম্যান্স তাকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিয়েছে তিন ধাপ। ২০১৯ সালের অক্টোবরে নিষিদ্ধ হওয়ার আগের মাসে সাকিব টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ছিলেন আটে। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি র‌্যাঙ্কিংয়ে ঢুকেন ২০তম বোলার হিসেবে। উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে এখন তিনি আছেন নবম স্থানে।
নতুন বলে পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেছেন মেহেদি। তিন টি-টোয়েন্টিতে তারও উইকেট ৪টি। বোলারদের তালিকায় ৯১ থেকে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। এই সংস্করণের শীর্ষ বোলার আগের মতোই দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ২৩৪ রান করে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন পল স্টার্লিং। আয়ারল্যান্ডের এই ওপেনার এখন আছেন ১৪তম স্থানে। উন্নতি হয়েছে ক্রেইগ আরভিনেরও। ১২৮ থেকে ৮৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসুপার থ্রি পর্বের দ্বিতীয় খেলা আজ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবল লিগের দলবদলের চতুর্থ দিন অতিবাহিত