টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ডিআরএস

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ছয় আসরে কখনোই ব্যবহার হয়নি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে ডিআরএস। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের আগের ছয়টি পর্বে রিভিউ নেওয়ার সুযোগ ছিল না দলগুলোর। তবে এবার আইসিসি নিজেদের সিদ্ধান্তে এনেছে পরিবর্তন। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী প্রতি ইনিংসে দুইটি করে রিভিউ নিতে পারবে প্রতিটি দল। করোনা মহামারির মধ্যে রিভিউ সিস্টেমে পরিবর্তন এনেছিল আইসিসি। এর আগে যেখানে প্রতি ইনিংসে একটি দল সর্বোচ্চ একটি রিভিউ নিতে পারতো সেখানে গত জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী দুটি করে রিভিউ নিতে পারবে দলগুলো। করোনাকালে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত জটিলতায় দুই আম্পায়ারই স্বাগতিক দেশের থাকতেন। তবে বিশ্বকাপে সবগুলো ম্যাচেই থাকছেন আইসিসির প্যানেলভুক্ত নিরপেক্ষ আম্পায়ার।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্টের ফলাফল
পরবর্তী নিবন্ধরনির হ্যাট্রিকে মোহামেডান ব্লুজের প্রথম জয়