টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৭ অক্টোবর। এই বিশ্ব আসরে অংশ নিতে আজ রোববার রাতে ওমানের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহরা দেশ থেকে গেলেও সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলের সঙ্গে যোগ দেবেন সংযুক্ত আরব আমিরাত থেকে। আইপিএল শেষ হওয়ার আগেই ৯ অক্টোবর দলের ক্যাম্প ওমানে যোগ দেবেন এই দুই ক্রিকেটার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে যাচ্ছে মাহমুদউল্লাহরা। ইতিমধ্যে ক্রিকেটারদের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে। আজ রোববার সকালে রিপোর্ট পাওয়ার কথা। নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই কেবল ওমানের ফ্লাইট ধরতে পারবেন।
অন্যদিকে আইপিএল খেলতে আরব আমিরাতে থাকা সাকিব-মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন ৯ অক্টোবর। ৮ অক্টোবর পর্যন্ত তাদের অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুজনেরই বিশ্বকাপ ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা রয়েছে।