টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের ৭ হাজার রান

ক্রীড়া প্রতিবেদন | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৮:০৪ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলকে পৌঁছে গেলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করনে ৭ হাজার রান পূরণ করেছেন তামিম। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তামিম। যদিও রংপুর রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচেই ৭ হাজার রানে পৌঁছানোর সুযোগ ছিল তামিম ইকবালের।

শুধু ৫ রানের জন্য সেদিন আটকে গিয়েছিলেন তিনি। পরের ম্যাচে গতকাল মাঠে নেমেই এই মাইলফলক ছুঁয়ে ফেললেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টিটোয়েন্টি ক্রিকেটে এই কীর্তি গড়লেন তামিম। বিশ্বের ৪০তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান করলেন তামিম। তিনি খেলেছেন ২৪২টি ইনিংস। তার চেয়ে দ্রুত এই মাইলফলক ছুঁতে পেরেছেন ৭ জন ব্যাটসম্যান। সবচেয়ে কম ১৮৭ ইনিংসে সাত হাজার রানের রেকর্ড স্পর্শ করেন পাকিস্তানের বাবর আজম।

এই কীর্তি গড়ার পথে ৪৫টি হাফ সেঞ্চুরির সঙ্গে ৪টি সেঞ্চুরি করেছেন তামিম। ২০১৯ সালের বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন সর্বোচ্চ ১৪১ রানের অপরাজিত ইনিংস। এই সংস্করণে বাংলাদেশের ব্যাটসম্যানের আর কারও তিনটি সেঞ্চুরি নেই। দুইটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। এই সংস্করণে সর্বোচ্চ রানের তালিকায় বাংলাদেশিদের মধ্যে তামিমের পরে আছেন সাকিব আল হাসান।

৩৫৭ ইনিংসে ২৯ ফিফটিতে ৬ হাজার ৫৪৬ রান করেছেন সাকিব। এছাড়া ৫ হাজারের বেশি রান রয়েছে মাহমুদউল্লাহ (৫ হাজার ৩০১) ও মুশফিকুর রহিমের (৫ হাজার ১৩০ রান)। এবারের বিপিএলে তামিমের শুরুটা তেমন ভালো ছিল না। প্রথম ৩ ম্যাচে ৪৯ রান করেন তিনি। পরে রংপুরের বিপক্ষে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের মাঠে চট্টগ্রামের মাত্র একটি জয়
পরবর্তী নিবন্ধচলতি বছরের মাঝামাঝি থেকে বাণিজ্যিক কার্যক্রম