বাংলাদেশের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগে ধাক্কা খেল ভারতীয় দলে। চোট পেয়েছেন শিবম দুবে। চোটের কারণে বিশ্বকাপজয়ী অলরাউন্ডারকে পাবেন না সূর্যকুমার যাদবেরা। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, পিঠে চোট পেয়েছেন শিবম। সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি। এই একই কারণে ইরানি কাপে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলতে পারেননি শিবম। তাঁর বদলে আর এক বাঁহাতি ব্যাটার তিলক বর্মাকে বাংলাদেশ সিরিজের দলে নেওয়া হয়েছে।