টার্গেটের দ্বিগুণের বেশি টিকাদান

আজ চালু হচ্ছে চার কেন্দ্র প্রায় ৩০ হাজার নিবন্ধন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

প্রথম দিন সম্মুখ সারির ১শ জনকে টিকাদানে টার্গেটের কথা জানিয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু দিন শেষে দেখা গেছে, টার্গেটের দ্বিগুণেরও বেশি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে গতকাল।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী জানান, উদ্বোধনের পর দুপুর ২টা পর্যন্ত সব মিলিয়ে ২৩৫ জন টিকা নিয়েছেন চমেক হাসপাতাল কেন্দ্রে। এর মধ্যে পুরুষ ১৮৭ জন ও মহিলা ৪৮ জন। কেন্দ্রটিতে মোট টিকা গ্রহীতার এ সংখ্যা টার্গেটের দ্বিগুণের বেশি। চমেক হাসপাতাল ছাড়াও মহানগরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪০ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ২৮ জন, নৌ-বাহিনী হাসপাতাল ও বিমান বাহিনী হাসপাতালে ৫০ জন করে এবং বিএমএতে ২০ জন প্রথম দিন টিকা নিয়েছেন। মহানগরের পাশাপাশি প্রত্যাশার বেশি সংখ্যক টিকা দেয়া হয়েছে উপজেলা পর্যায়েও।
মহানগর ও উপজেলাসহ সব মিলিয়ে প্রায় পাঁচশজনকে টিকা প্রদানের লক্ষ্য ছিল গতকাল। তবে ১৪ উপজেলায় প্রথম দিন ৬৬৭ জনকে করোনার টিকা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এর মধ্যে ৪৮৭ জন পুরুষ এবং ১৮০ জন মহিলা। মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রামে ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয়েছে প্রথম দিন, যা টার্গেটের দ্বিগুণ।
আজ চালু হচ্ছে আরো চার কেন্দ্র : প্রথম দিন ৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে মহানগরে। আজ সোমবার থেকে আরো চারটি কেন্দ্রে এ টিকাদান শুরু হচ্ছে বলে জানিয়েছেন চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। এই চার কেন্দ্রের মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল ও ছাপা মোতালেব মাতৃসদন হাসপাতাল।
এ নিয়ে নগরে মোট দশটি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চালু হচ্ছে জানিয়ে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পরবর্তীতে আরো কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চালু করা হবে।
প্রসঙ্গত, করোনার টিকাদানে মহানগরে ১৫টি কেন্দ্র নির্ধারণ করেছে চসিক করোনা ভ্যাকসিন কমিটি। এসব কেন্দ্রে ৬৫টি টিম টিকাদানে নিয়োজিত থাকবে।
চট্টগ্রামে প্রায় ৩০ হাজার নিবন্ধন : করোনার টিকা নিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত মহানগরের ২২ হাজার জন অগ্রাধিকার তালিকাভুক্ত সম্মুখ সারির যোদ্ধা অনলাইনে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। একই সময়ে ১৪ উপজেলায় ৭ হাজার ৬৬০ জন সম্মুখ যোদ্ধা অনলাইনে নিবন্ধন করেছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। সব মিলিয়ে চট্টগ্রামের ২৯ হাজার ৬৬০ জন অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। এরা পর্যায়ক্রমে টিকা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধটিকা নিতে সকাল থেকেই প্রস্তুতি নিয়েছি
পরবর্তী নিবন্ধভাষা আন্দোলনের সঙ্গে চলছিল আরো একটি বড় আন্দোলন